• malimsc1927@yahoo.com
  • 01309108011

মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ আদশনিষ্ঠ ছাত্র তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদশ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কমমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্রী। এসব ছাত্রী কমজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সবোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সাথক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বতমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হয়েছে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের ডাইনামিক ওয়েব সাইট।

Md. Abdur Roquib Faruquee

Principal
MALIKANDA MEGHULA SCHOOL & COLLEGE